Bengali Poem "Maakal" written by Rabindranath Tagore | বাংলা কবিতা " মাকাল"( কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর)
এই পেজে আপনারা সমস্ত বাংলা কবিতা বাংলা ও ইংলিশ, দুটো ফন্টেই পাবেন | Here , you can get the all Bengali Poems in the both of Bengali and English font ... কবিতা : " মাকাল " লিখেছেন ~ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গৌরবর্ণ নধর দেহ , নাম শ্রীযুক্ত রাখাল , জন্ম তাহার হয়েছিল সেই যে - বছর আকাল | গুরু মশায় বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে ; দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল | রেগেমেগে বলেন, বাঁদর, নাম দিনু তোর মাকাল | নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুঁরু ; তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু | হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কী, সকলকে সে জানিয়ে দিলো, নাম দিয়েছেন গুরু - নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরুদুরু | কোলের 'পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশায় গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে ! রাখাল বলে, কখখোনা না, ...