Bengali Kobita " Amalkanti " written By Nirendranath Chakroborty | বাংলা কবিতা "অমলকান্তি", কবি: নীরেন্দ্রনাথ চক্রবর্তী... poem of friendship বন্ধুত্বের কবিতা
এখানে আপনারা কবিতার বাংলা ও ইংলিশ ফন্ট, দুটোই পাবেন |
Here , You can get the poem in both of Bengali and English Font .
কবিতা -- " অমলকান্তি "
ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম|
রোজ ক্লাসে দেরী করে আসতো, পড়া পারতো না|
শব্দরূপ জিজ্ঞেস করলে
এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত
যে দেখে ভারী কষ্ট হতো আমাদের |
আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম,
কেউ ডাক্তার, কেউ উকিল|
অমলকান্তি সেসব কিছু হতে চায়নি |
সে রোদ্দুর হতে চেয়েছিল |
ক্ষান্তবর্ষণ, কাক - ডাকা বিকেলের
সেই লাজুক রোদ্দুর|
জাম আর জামরুলের পাতায়
যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে |
আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার,
কেউ উকিল |
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি|
সে এখন এক অন্ধকার ছাপাখানায় কাজ করে|
মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে |
চা খায়, এটা ওটা গল্প করে,
তারপর বলে, "উঠি তাহলে| "
আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি |
আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে,
অনায়াসে সে ডাক্তার হতে পারতো |
যে ডাক্তার হতে চেয়েছিলো,
উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না|
অথচ, সকলেরই ইচ্ছেপূরণ হোলো,
এক অমলকান্তি ছাড়া |
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি |
সেই অমলকান্তি - রোদ্দুরের কথা
ভাবতে - ভাবতে ভাবতে -ভাবতে
যে একদিন রোদ্দুর হতে চেয়েছিলো |
---------------------------------------------------------
" AMALKANTI " - Written By NIRENDRANATH CHAKROBORTY
Amamkanti aamar bondhu ,
Iskule amra eksonge portam |
Roj deri kore classe asto , pora parto na ,
Sobdorup jiggesh korle
Emon obak hoye janlar dike takiye thakto j,
Dekhe vari kosto hoto amader |
Amra keu master hote cheyechilam , keu
Dactar , keu ukil |
Amalkanti se - sob kichu hote chayni |
Se roddur hote cheyechilo |
Khanto borshon kak - daka bikeler sei
lajuk roddur ,
Jaam ar jaamruler patay
Ja naki olpo ektu hasir moton lege thake |
Amra keu master hoyechi , keu dactar ,
Keu ukil |
Amalkanti roddur hote pareni |
Se ekhon ondhokar ekta chapakhanay
kaj kore |
Majhe majhe aamar songe dekha
korte ase ;
Cha khay , eta - ota golpo kore ,
tarpor bole , " uthi tahole " |
Aami ok dorja porjonto egiye diye asi |
Aamader modhye j ekhon mastari kore ,
Anayase se dactar hote parto ,
J dactar hote cheyechilo ,
Ukil hole tar emon kichu khoti hoto na |
Othocho , sokoleri icchepuron holo , ek amalkanti chara |
Amalkanti roddur hote pareni |
Sei Amalkanti - roddurer kotha vabte- vabte vabte -vabte
J ekdin roddur hote cheyechilo ||
----------------------------------------------------
Comments
Post a Comment