Bengali kobita "Bangla -Tangla" written by Apurbo Dutta | কবিতা - " বাংলা টাংলা " ( অপূর্ব দত্ত)
এখানে আপনারা কবিতা বাংলা ও ইংলিশ, দুটো ফন্টই পাবেন |
Here , you can get the poem in both of Bengali and English font ....
লিখেছেন ~ " অপূর্ব দত্ত "
অ্যানুয়ালের রেজাল্ট হাতে
বাড়ি ফিরলো ছেলে
মা বলল - কোন পেপারে
কতো নাম্বার পেলে ?
হিস্ট্রিতে মম, এইট্টি
ম্যাথসে নাইন জিরো ,
মা বলল - ফ্যান্টাস্টিক ,
জাস্ট লাইক এ হিরো |
সায়েন্স ড্যাড , নট সো ফেয়ার
অনলি সিক্সটি নাইন ,
ইংরাজিতে নাইনটি টু
অল টুগেদার ফাইন |
জিওগ্রাফির পেপারে তো
হান্ড্রেডে হান্ড্রেড ,
ডুবিয়ে দিলো বেংগলীটাই
ভেরি পুওর গ্রেড |
ছেলের মাথায় হাত রেখে মা
ঠোঁট বেঁকিয়ে বলে -
নেভার মাইন্ড , বেংগলীটা
না শিখলেও চলে |
বাবা বলল - বেশ বলেছো
বঙ্গমাতার কন্যে ,
বাংলা - টাংলা আমার মতো
অশিক্ষিতের জন্যে |
বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ
নেহাৎ ছিলেন বোকা ,
না হলে কেউ শখ করে হয়
বাংলা বইয়ের পোকা !
মা বলল - চুপ করো তো
ওর ফল্টটা কিসে
স্কুলে কেন বেংগলীটা
পড়ায় না ইংলিশে ?
--------------------------------------------------------
BENGALI POEM : " BANGLA - TANGLA "
Written by ~ APURBO DUTTA
Annualer result haate
Bari firlo chele
Maa bollo - kon pepare
Koto number pele ?
History te mom , eighty four
Mathse nine zero ,
Maa bollo - fantastic ,
Just like a hero |
Science dad , not so fair
Only sixty nine ,
Ingriajite ninety two
All together fine |
Geographyr pepare to
Hundrede hundred ,
Dubiye dilo bengalitai
Very poor grade |
Cheler mathay haat rekhe maa
Thont benkiye bole -
Never mind , begalita
Na shikhleo chole |
Baba bollo - besh bolecho
Bongomatar konye ,
Bangla - tangla amar moto
Ashikhiter jonye |
Bidyasagar , Rabindranath
Nehaat chilen boka ,
Na hole keu sokh kore hoy
Bangla boiyer poka !
Maa bollo - chup koro to
Or fault ta kise
Schoole keno bengalita
Poray na englishe ?
--------------------------------------------------------
Comments
Post a Comment